Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দিঘলিয়া, খুলনা হতে জনগণকে যে সকল সেবা প্রদান করা হয় তা নিম্নরূপ

 

১. সমগ্রদেশে গ্রামীণ পানি সরবরাহ (জিওবি-৫) প্রকল্পের আওতায় পল্লী এলাকার জনগণকে আর্সেনিক মুক্ত গভীর নলকূপ সরবরাহ করণ।

 

২. দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সদর উপজেলায় বিভিন্ন ধরণের পানির উৎ সস্থাপন/নির্মান করণ।

 

৩. জাতীয় স্যানিটেশনের আওতায় স্লাব-রিং উৎপাদন। বিনামূল্যে বিতরণ এবং অন্যদের ক্ষেত্রে নির্ধারিত মূল্যে বিক্রয় করণ।

 

৪. স্লাব-রিং এর গুজনেক ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া। 

 

৫. অতিবর্ষন জনিত কারনে জলাবদ্ধ এলাকায় আশ্রয় শিবিরে অস্থায়ী নলকূপ ও ল্যাট্রিন স্থাপন।

 

৬. নলকূপ মেক্যানিক দের মাধ্যমে গ্রামঞ্চলের সরকারী ‌‌নলকূপের খুচরা যন্ত্রাংশ বিক্রয়ের মাধ্যমে মেরামত করণ।

 

৭. নলকূপের ওয়াটার টেবিল পরিমাপ।

 

সূত্র : দিঘলিয়া উপজেলা

 

৮. আর্সেনিক যুক্ত নলকূপ লাল চিহ্নিত করণ।